Ad Code

Responsive Advertisement

MBBS ডাক্তারের সার্টিফিকেট সহ কিনতে পাওয়া যাচ্ছে সব পরীক্ষার সার্টিফিকেট



পড়াশোনা না করেই  MBBS  ডাক্তারের সার্টিফিকেট সহ  কিনতে  পাওয়া যাচ্ছে সব পরীক্ষার সার্টিফিকেট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে সাব শ্রেণি বা সকল ডিগ্রির সার্টিফিকেট।

একটি MBBS ডাক্তারের সার্টিফিকেট অর্জন করতে একজন ছাত্রকে  কঠোর পরিশ্রম করতে হয়,  অতিক্রম করতে হয় বেশ কয়টি ধাপ। সময় লাগে ৬-৭ বছরের বেশি।  সেখানে মাত্র কয়কটি টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই মূল্যবান সার্টিফিকেট সহ অনার্স-মাস্টার্স, ডিপ্লোমা সহ সকল প্রকার সার্টিফিকেট। প্রশাসনের নাকের ঠগায় সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হচ্ছে এই সব সার্টিফিকেট। সার্টিফিকেটের ধরন অনুযায়ী ২০ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়।

আমরা নাম পরিচয় গোপন রেখে সার্টিফিকেটের নিতে চাইলে তারা আশ্বাস দিয়ে বলে সার্টিফিকেট করে দেওয়া যাবে সময় লাগবে ১-২ সাপ্তাহ।  সার্টিফিকেট একদম অর্জিনাল হবে এরকম আশ্বাস ও পাওয়া যায়। এখানে সবচেয়ে আশ্চর্য জনক বিষয় হলো এই সার্টিফিকেটের প্রদত্ত রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে অনলাইন সার্চ দিলেও পাওয়া যাবে বলে কথা দেয়। এখানে যে রেজাল্ট এবং যে নাম ঠিকানা দেওয়া হবে সবি নাকি অনলাইনে সার্চ দিলে পাওয়া যাবে। 

প্রশাসনের নাকের ঠগায় তারা এ ধরনের কাজ করে কেমনে তাও আবার ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে। এ সব কাজের সাথে কারা জরিত এ নিয়ে জন-মনে প্রশ্ন রয়েছে। 

Post a Comment

0 Comments

Close Menu