সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সহ ছাত্র দলের জেলার সব নেতাকর্মী একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোেব মিছিল করে স্বৈরাচার সরকার হাসিনার বিরূদ্ধে। তারা বলেন হাসিনা আওমীলীগের সভাপতি ভারত থেকে দেশের বিরূদ্ধে স্বরযন্ত্র করছে।
গতকাল রবিবার সকালে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বাজার স্টেশনের করিতলার চত্বরে এ অবস্থান কর্মসূচি ও বিক্ষোেব মিছিল পালন করে।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা ছাত্র-দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সহ সভাপতি কাউসার পারভেজ কাজল, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি খালিদ, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন সহ আরো অনেকে।
জেলা ছাত্র-দলের সভাপতি, বিগত ছাত্র আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালনকারী, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের নিবেদিত প্রাণ জুনায়েদ হোসেন সবুজ বলেন- স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশে থেকে দেশের অবস্থা খারাপ করেছে , অর্থনীতিকে ধংশ করেছে ঠিক তেমনি পালিয়ে দেশের বাহিরে যেয়েও দেশ ধ্বংশের জন্য কাজ করছে।তিনি আরো বলেন ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে গণহত্যা করেছে হাসিনা সরকারের সহকারীরা। তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি করেন এই নেতা।
তিনি ছাত্র দলের নেতা কর্মীদেরকে আহ্বান জানান শহীদ জিয়ার আদর্শ ধারন করে নিজেদের উদার হওয়ার ।
কর্ম সূচিতে ছাত্র লীগকে হুশিয়ারি করে বলেন নিশিদ্ধ দল তারা । তারা যদি জমায়েত বা কর্মসূচি পালন করে তাহলে ছেরে দেওয়া হবে না।
0 Comments