সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় এনায়েতপুর থানার কাছে বৈদ্যুতিক পিলার সহ ৩ টি ট্রান্সমিটার CNG এর উপর ভেঙ্গে পড়েছে।
এমতাবস্থায় CNG এর ভিতরে ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিলো জানা গেছে সে সুস্থ আছে। কিন্তু CNG টি একদম ধুমরে মুচরে যায়।
স্থানীয়দের ভাষ্য মতে দীর্ঘদিন ধরে এই বৈদ্যুতিক পিলারটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। পল্লী বিদ্যুতের কর্মকর্তা - কর্মচারীদের বার বার নোটিশ করার পরও কোন ব্যবস্থা নেয়নি।
CNG চালক জানায় আমি গাড়ির ভিতরে ঘুমাচ্ছিলাম এমন সময় আচমকা একটি কি যেন গাড়ির উপর পরে তাৎক্ষনিক বের হতে চাইলে গাড়ির ২ সাইট ব্লক হওয়াতে আমি বের হতে পারি নাই। পরে স্থানীয়রা আমাকে কোনরক টেনে বের করে । আল্লাহ রহম এসম বিদ্যুৎ ছিল না এবং ৩ টি ট্রান্সমিটারি গারির সামনে দিকে পড়াতে আমরা কোন ক্ষয়ক্ষতি হয়নি।
0 Comments