Ad Code

Responsive Advertisement

দেশজুরে মুজিবের ভাস্কর্য তৈরিতে ৫ হাজার কোটি টাকার বিলাসিতা


অবৈদ ভাবে সরকারে আসা আওমীলীগ সরকার জায়গায় জায়গায় মুজিবের ভাস্কর্য সহ আওমী নেতার স্বজনদের ভাস্কর্য  তৈরিতে ৫ হাজর কোটি টাকা ব্যয় করেছে। এটা এ দেশের জন্য  বিলাসিতা ছারা কিছু নয় । 

গত ১৫ বছরে আওমী সৈরাচারী সরকার নিজেদের অস্তিত্য রক্ষার জন্য নানা ভাবে অবৈধ কাজ করে গেছে। যৈক্তিক বা অযৈক্তিক সব ধরনের কাজ করেছে নিজেদেরে খেয়াল খুশি মতো।

 গত ১৫ বছরে সারাদেছে ভাস্কর্য ও ম্যুরাল তৈরি হয়েছে ১২ হাজারের বেশি। যার ব্যয় প্রয়োজনের চেয়ে ৫০-৬০ গুন বাজেট ধরা হতো ক্ষেত্র বিশেষে ৫০ হাজারের কাজ ৫ কোটি পর্যন্ত বাজেট করা হতো। এগুলোর কাজ করতো আওমীলীগের অঙ্গ সংগঠনের লোকজন।

পদ্ধা সেতুর দুই প্রান্তে তৈরি করা হয়েছে দুইটি ম্যুরাল যাতে খরচ দেখানো হয়েছে ১১৭ কোটি টাকা। যেখানে দেশে চাল-ডাল নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বেড়েই চলেছে কর্মহীন মানুষ ঠিকমত খাইতে পারছে না সে দিকে তোয়াক্কা না করে অপ্রয়োজনীয় খাতে টাকা ব্যয় করেছে হাসিনা সরকার।  অস্বাভাবিক ভাবে ভাস্কর্য ও ম্যুরাল তৈরিতে খরচ করা হয়েছে। 

যমুনা নদীর তীরেও শেখ মুজিবের ২ টি বইয়ের ম্যুরাল তৈরিতে শত কোটি টাকা ব্যয় করেছে হাসিনা সরকার। 

Post a Comment

0 Comments

Close Menu