আলু আমদানির খবরে বাজারে আলুর দাম কম |
জয়পুরহাট জেলা প্রতিনিধি
দেশে সবজির বাজারে প্রবেশ করা যায় না । সিন্ডিকেটের কারনে গত ৩ মাসে সবজির দাম বেড়ে প্রায় দিগুন। শীতে শুরুতে সবজির দাম কম হওয়ার কথা সেখানে দাম বৃদ্ধি। থেমে নেই আলুর দামও। ২০ টাকার আলুর দাম বেড়ে ৬০-৮০ টাকা হয়েছে।
আলুর এরকম অস্বাভাবিক দাম বাড়ার কারনে সবাই হতবাক। তবে আশার কথা শোনা গেল বাংলাদেশের স্থল বন্দর হিলি থেকে রেকর্ড পরিমান আলু প্রবেশ করার খবরে আলুর দাম কমতে শুরু করেছে।
প্রথমে ৭-১০ টি করে আলুর ট্রাক প্রবেশ করলেও গত বৃহস্পতিবার ৭১ টি ট্রাক স্থল বন্দর দিয়ে আলু নিয়ে বংলাদেশে প্রবেশ করেছে।
এই খবরে আলুর দাম কেজিতে ১৫-২০ টাকা কমেছে।
সরজমিন বাজারগুলোতে যেয়ে দেখা যায় আলু ব্যবসায়িরা ক্রেতাদের ডেকে ডেকে বলছে ' আলুর দাম কমেছে আলু নিয়ে জান'।
আলুর দাম কমাতে স্বস্তিতে বিক্রেতা-ক্রেতা উভাই।
আমদানি কর্মকর্তা জানান 'বর্তমানে স্থল বন্দর দিয়ে রেকর্ড পরিমান আলু আমদানি হচ্ছে গত বৃহস্পতিবার একদিনেই ৭৫ ট্রাক আলু প্রবেশ করেছে। দিনে দিনে এই আমদানির বাড়বে বলে আশাবাদি তিনি'।
0 Comments