ছাত্রলীগ এক আতঙ্কের নাম। এমন কোন অপরাধ নেই যে তাদের পদচারণ ছিলো না। দেশের বিভাগ, জেলা, থানা,ইউনিভার্সিটি, কলেজ সহ সবজায়গায় তাদের সংগঠনের নেতা-কর্মী ছিলো। যার যার জায়গা থেকে আধিপত্যে বিস্তার করতো। একজন ইউনিয়ন পর্যায়ে ছাত্র লীগের সাধারণ কর্মীর সাথেও কথা বলতে হিসাব করে কথা বলতে হতো। ছাত্রলীগ এতটাই ক্ষমতার অপ ব্যাবহার করছে যা আগে কোন ছাত্র রাজনীতিতে দেখা যায়নি।
সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ জেলার প্রথম সারির কলেজগুলোর মধ্যে একটি। এখানেও ছিলো ছাত্রলীগের বেশ আধিপত্য। ছাত্র ভর্তির অনিয়ম সহ সিট বানিজ্য সহ নানাবিধ অপকর্মে জরিত ছিলো তারা। সাধারণ শিক্ষার্থীর তাদের মতামতের উপর কথা বলার উপায় ছিলো না।
৫ আগষ্ট ছাত্র-জনতার উভ্যর্থানে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর গা ঢাকা দেয়। সেই সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের আর দেখা যায় না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সিরাজগঞ্জ সরকারি কলেজও এখন ছাত্র লীগ মুক্ত। যার ফলে এখন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বস্তিতে ক্লাস এবং পরীক্ষা দিচ্ছে। ইসলামি স্টাডিজ বিভাগের একটি ক্লাসরুম ছাত্রলীগ দখল করে রেখেছিলো তা এখন প্রদান শিক্ষকের সহযোগিতায় ইসলামি স্ট্যাডিজ বিভাগের ক্লাসের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়াও হোটেলগুলোতেও নেই কোন ছাত্রলীগের আধিপত্য।
0 Comments