দীর্ঘ ৩ মাস পর পুনরায় চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে আজ পনেরো নবেম্বর শুক্রবার সকালে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। দীর্ঘদিন পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করলেও এ দিন যাত্রী ছিলো চোখে পড়ার মত।
এর আগে ৫ আগষ্ট ছাত্র জনতার প্রবল আন্দোলন হয়। এ সময় সিরাজগঞ্জ বাজার স্টেশোনের টিকেট কাউন্টার সহ সবকিছু পুড়ে দেওয়া হয়। তখন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন বন্ধ ছিলো।
দেশ স্বাভাবিক হলেও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আর চালু হয়নি। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, স্থায়ী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগঞ্জের সকল শ্রেণির মানুষ পুনরায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে আন্দোলন করে। আন্দোলনের জন্য পুনরায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শুক্রবার পুনরায় ট্রেন চালুর উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর বাচ্চু সহ বিএনপির আরো অনেক নেতাকর্মী।
এসময় উপস্থিত বক্তব্যে নেতাকর্মীরা জানান সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ক্রসিং এর জন্য ঘন্টা পর ঘন্টা স্টেশনে দাড়িয়ে থাকতে হয়, এতে সময় মত তো দূরে কথা ৬-৮ ঘন্টা পর গন্তব্যে পৌছায়। ক্রসিং এর নামে এই বৈষম্য মেনে নেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এসি বগি ছিলো পুনরায় এসি বগি চালুর দাবি জানানো হয়।
0 Comments