সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলা আওমীলীগের সহ সভাপতি সিরাজগঞ্জ বার কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্বা গাজী আব্দুর রহমানকে গত ১০ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১০ই নভেম্বর আওমীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহন করে। এমন সময় সাধারন জনতা তাদের উপর চওড়া হয়। নেতা কর্মীরা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এদের মধ্যে ছিল এজাহার ভুক্ত অনেক আসামী।
সিরাজগঞ্জ জেলা আওমীলীগের সহ সভাপতি সিরাজগঞ্জ বার কাউন্সিলের সদস্য এবং উত্তর বজ্ঞের আইনজীবীদের প্রধান মুক্তিযোদ্বা গাজী আব্দুর রহমান ১০ নভেম্বর আওমীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ আন্দোলনে অংশ নেয়। এমন সময় উচ্ছুক জনতা মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
৫ ই আগষ্ঠ ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে হত্যা মামলার ৭ নং আসামী গাজী আব্দুর রহমান।
১১ নভেম্বর তাকে সিরাজগঞ্জ জেলা জুডিসিয়াল ম্যাজিসট্রেড কোর্টে তোলা হয়। পুলিশ তার রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ বিচারক জেলখানায় জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে পাঠায়।
0 Comments