ফিলিস্থিনির আশ্রয় কেন্দ্রে হামলা |
আন্তর্জাতিক প্রতিবেদক
ঘরবাড়ি ছাড়া হাজার হাজার ফিলিস্থিনি আশ্রয় নিয়ে ছিলো গাজার উত্তর প্রান্তের একটি আশ্রয় কেন্দ্রে এখানেও হামলা চালিয়েছে ইজরাইলি বাহিনী।
হামলার পর মুহুর্তেই গুড়িয়ে যায় পাচ তলা এই আশ্রয় কেন্দ্র। আহত ও নিহত হয় শত শত ফিলিস্থিনি। যেখানে সেখানে পরে থাকে তাদের নিথর দেহ। ধারনা করা হচ্ছে এ পর্যন্ত ৯৩ নিহত হয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দ্রা জানিয়েছেন আমেরিকা সহ বিশ্বের নানান দেশ।
0 Comments