youtube |
ফেসবুক সহ বিভিন্ন সোশাল মিডিয়ার গ্রুপগুলোতে দেখা যায় কিছু সাঙ্ঘবন্ধ দল রয়েছে। যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সেল করার নামে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রথমে বিভিন্ন গ্রুপে তারা চ্যানেল বিক্রির নামে বিজ্ঞাপন দিয়ে থাকে। এর দাম কম রাখে যাতে ক্রেতা আকৃষ্ট হয়। সাধারণত ১০০০ - ২০০০ টাকা নির্ধারণ করে ক্রেতাকে আকৃষ্ট করে। এত কম দামে মনিটাইজেশন চ্যানেল শুনেই ক্রেতা আগ্রহী হয়।
একটা মনিটাইজেশন চ্যানেলের এত কম দিয়ে বিক্রির কথা বলে, ক্রেতার সাথে চাতুরির মাধ্যমে টাকা নিয়ে সব যায়গা থেকে ক্রেতাকে ব্লক করে দেয়। সব চাইতে অবাক করার বিষয় হলো যে মোবাইল ব্যংক এর মাধ্যমে টাকা নেয় সেগুলো তাদের নামে না।
কিছু দিন পরপর এরা তাদের ফেসবুক আইডির নাম ঠিকানা পরিবর্তন করে এবং তাদের প্রতি জনে অনেকগুলো করে ফেসবুক আইডি রয়েছে।
সব চাইতে দুঃখের বিষয় হলো এর সাথে জরিত ওই সমস্ত গ্রুপের এডমিন গুলো। যেহেতু গ্রুপ এডমিন হয়ে থাকে তারা তাই সহজেই তাদের বিশ্বাস করে লোকজন। কিন্তু তারাই বড় বাটপার।
ভুক্তভোগীরা এতে আইনগত পদক্ষেপ নিতে চাইলেও আইনী দোড়াদরির কারনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাচ্ছে না।
0 Comments