মাশরাফী বিন মোর্ত্তজা |
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় সংশদ সদস্য হিসাবেও বেশ নাম কুরিয়েছেন। এমপি হয়েও গত ৫ বছরে আয় কমেছে তার কিন্তু বেড়েছে সম্পত্তির পরিমান।
গত ৫ বছরে বার্ষিক আয় ছিল ১ কোটি ৯৯ লক্ষ ১৮ হাজার ৭০০ টাকা। কিন্তু এবারের মাশরাফী বিন মোর্ত্তজার মোট বার্ষিক আয় দেখানো হয়-
৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা
খাত সমূহ
* শেয়ার মার্কেট, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত
১৪ লাখ ১ হাজার ৯৫৩ টাকা
* চাকরি ও বিভিন্ন সম্মানী
২৩ লাখ ৩ হাজার ২০ টাকা
* অন্যান্য
৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা।
গত ৫ বছর আগে তার মোট সম্পত্তি ৯ কোটি ১৪ লক্ষ ৫৯ হাজার ৫১ টাকা ছিল।
আর এবারে তা বেরে হয়েছে-
৯ কোটি ৪২ লক্ষ ৬৯ হাজার ৬ শত ৩১ টাকা
স্থাবর সম্পত্তি
কৃষিজমি - ৩৭ লাখ টাকা
ফ্ল্যাট - ১ কোটি ৮ লাখ টাকা
প্লট - ৮ লাখ ২৪ হাজার টাকা
বাড়ি - ৪৭ লাখ ৫০ হাজার টাকা
অস্থাবর সম্পত্তি
*নগদ ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা
ব্যাংকে জমা ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা
•শেয়ার বাজারে বিনিয়োগ ২ লাখ ৫০ হাজার টাকা
সঞ্চয়পত্রে বিনিয়োগ ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৬৯ টাকা
এছারাও
৩টি গাড়ি- ১ কোটি ৭৫ লাখ ৭ হাজার টাকা
স্বর্ণ- ৫০ তোলা
ইলেকট্রনিক সামগ্রী- ১৫ লাখ ৫০ হাজার টাকা
আসবাবপত্র- ১৮ লাখ ৮০ হাজার টাকা
0 Comments