Ad Code

Responsive Advertisement

ড্রাগন ফলে বিষাক্ত কেমিকেল

dragon

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে ড্রাগন ফলে বিষাক্ত হরমোন জাতীয়  কেমিকেল মেশানোর কথা। আর বিষাক্ত কেমিকেল মেশানোর কথা সত্যতা প্রমান করতে এর আকারকে তুলে ধরা হচ্ছে।  প্রথম দিকে বাংলাদেশে যে ধরনের ড্রাগন ফল পাওয়া যেত তার ওজন ছিল ২৫০-৪০০ গ্রাম পর্যন্ত। কিন্তু সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে যে ১ টি ড্রাগন ফলের ওজন ৮০০০- ১২০০ গ্রাম পর্যন্ত পাওয়া যায়। এতে সবাই মনে করছে বিষাক্ত কেমিকেল মেশানো ফল।

এবিষয়ে প্রচুর কথা বার্তা চালাচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং ফলের দামও ১৫০-২০০ তে নেমে এসেছে। 

কিন্তু এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানতে গেলে তারা বলেন ড্রাগন ফলে হরমোন জাতীয় কেমিকেল মেশানো হচ্ছে তা সত্য কিন্তু সাধারণত সবধরনের ফলের যে হরমোন ব্যবহার করা হয় তাই ব্যবহার করা হচ্ছে এর তেমন কেন সমস্যা নেই। ড্রাগন ফলে এই  হরমন ব্যবহার করলেও তেমন কোন ক্ষতিকর পদার্থ পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments

Close Menu