সম্প্রতি দেখা যাচ্ছে প্রায় প্রত্যেক্টা ধানের জমিতে রাসেল ভাইপারের উপস্থিতি পাওয়া যাচ্ছে। এটি খুব ভয়ানক একটি সাপ যারা এর সম্পর্কে জানে না তারা একে সাধারন সাপ ভেবে তুচ্ছ্য চোখে দেখছে ।কিন্ত এটা খুব ভয়ানক একুটি সাপ এ সম্পর্কে সকলকে সচেতন করা দরকার। এই সাপ কামড় দেওয়ার ৮০-৯০ মিনিটের মধ্যে এন্টিভেনম না দিলে মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে যায়। আমাদের দেশের আবহাওয়া এদের বংশবৃদ্ধির জন্য খুব উপযোগী । এরা একেবারে ৪০/৫০ টা বাচ্চা প্রসব করতে পারে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালে এর এন্টিভেনাম পাওয়া যায় । তাই কাউকে যদি কামড় দেয় তাহলে দ্রুত জেলার সদর হাসপাতাল নিয়ে যাবেন।
0 Comments