Ad Code

Responsive Advertisement

নাম না জানা এক ধরনের মাছির উপদ্রপ, গাছের কচি পাতা নষ্ট করছে

 নাম না জানা এক ধরনের মাছির উপদ্রপ,  গাছের কচি পাতা নষ্ট করছে 

মাছি

দেখতে অনেকটা সাধারন মাছির মত হলেও এর চারিত্রিক বৈশিষ্ট্যে ভিন্ন। দিনের বেলা এদেরকে খুব একটা দেখা যায় না। বিকেলের পর থেকেই এদের আনাগোনা শুরু হয়। এরা মূলত গাছের কচি পাতা নষ্ট করে ফলে গাছের ব্যপক ক্ষতি হয়।  বিশেষ করে আনার আর ডুমুরের চারা গাছের কচি পাতা ও কান্ডের রস খেয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে।

বিভিন্ন প্রকার প্রতিশোধক দিয়েও কাজে আসছে না। এই পোকা অচেনা হওয়াতে এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে কেউ কিছু জানে না। পোকাটি দেখতে মাছির মত হলেও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পুর্ন আলাদা সাধারণ মাছিকে সহজে ধরা যায়না কিন্তু এই পোকাটি সহজেই ধরা যায় এমনকি পোকাটিকে সহজেই স্পর্শও করা যায়, উরে যায় না।

Post a Comment

0 Comments

Close Menu