Ad Code

Responsive Advertisement

একটি হারানো সংবাদ বিজ্ঞপ্তি



আজ ২ ডিসেম্বর ২০২৩, রোজ শনিবার, ছবিতে দেখানো মহিলা হারিয়ে গেছে। সে  একজ মানসিক রোগী।

তার বাড়ী সিরাজগঞ্জ জেলার,উল্লাপাড়া থানার,   পৌরসভা এলাকার, ঘোষগাঁতী গ্রামের নিজ বাসা থেকে আনুমানিক সকাল ৯ টায় অজানা গন্তব্যে বের হয়েছেন। বিগত ২২ বছর যাবত মানুষিক অসুস্থতার জন্য চিকিৎসাধীন  আছে।

বয়স  প্রায় ৭০ বছর, গায়ের রং ফর্সা, উনি সর্বদা নিজে নিজেই প্রচুর কথা বলেন এবং অল্প জায়গাতে প্রচুর হাঁটাহাঁটি করেন, যদি কেহ উনার খোঁজ পান বা দেখেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

01719417272

Post a Comment

0 Comments

Close Menu