Ad Code

Responsive Advertisement

স্ট্রবেরির চারা লাগানোর এখুনি উপযুক্ত সময়

 স্ট্রবেরির চারা লাগানোর এখুনি উপযুক্ত সময় এই নভেম্বর মাস। যদিও বেশিদিনের ফল না এটা। বপন করার পর উপযুক্ত বয়স হলে মাত্র ২ মাস ফল দেয়। কিন্তুু ফলন এবং দাম ভালো থাকায় অনেক লাভবান হওয়া যায়। এবার অক্টোবর এর প্রথম থেকেই অনেকেই  চারা লাগিয়েছে। আগাম লাগালে অনেকটাই সফল হতে পারা যায়।

স্ট্রবেরি  গাছে খুব রোগের আক্রমন হয় তাই গাছে রোগ বালায় কি কি হয় তা বুঝতে পারা এবং চিকিৎসা করার মত জ্ঞান অর্জন করা জরুরি । 

শীত প্রধান দেশের ফল এটা তাই নভেম্বরের দিকে চারা লাগালে কোনরকম সমস্যা ছাড়াই চারা বেড়ে উঠে এবং সঠিক সময়ে ফল আসে রোগ বালাই কম হয়। স্ট্রবেরির জাতের মধ্যে অন্যতম একটা জাত হলো রাবি-৩। এটা অত্যান্ত সুস্বাদু, হালকা টক মিস্টি। বাজারে চাহিদা বেশি এটার। দামও বেশি পাওয়া যায়।

Post a Comment

0 Comments

Close Menu